সিস্টেমিক বা তন্ত্রীয় সংবহন কাকে বলে? | প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটি ব্যাখ্যা কর- বিস্তারিত

সিস্টেমিক বা তন্ত্রীয় সংবহন কাকে বলে? প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটি ব্যাখ্যা কর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “সিস্টেমিক বা তন্ত্রীয় সংবহন কাকে বলে? প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটি ব্যাখ্যা কর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সিস্টেমিক বা তন্ত্রীয় সংবহন কাকে বলে? প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটি ব্যাখ্যা কর

সিস্টেমিক বা তন্ত্রীয় সংবহন কাকে বলে? 

যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকলে থেকে বিভিন্ন রক্ত বাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গগুলো থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে, তাকে সিস্টেমিক বা তন্ত্রীয় সংবহন বলে। সব সিস্টেমিক ধমনির উদ্ভব হয় অ্যাওর্টা থেকে, আর অ্যাওর্টার উদ্ভব ঘটে বাম ভেন্ট্রিকল থেকে। 

হৃৎপিন্ডের সংকোচনের ফলে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত প্রথমে অ্যাওর্টার ভেতর দিয়ে ধমনিতে প্রবেশ করে। পরে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গের ধমনিকা ও জালিকার ভেতর দিয়ে প্রবাহিত হয়। 

জালিকা থেকে রক্ত পুনরায় সংগৃহীত হয়ে উপশিরার মাধ্যমে শিরায় প্রবেশ করে। সব শিরার রক্ত পরে সুপিরিয়র ভেনাক্যাভা ও ইনফিরিয়র ভেনাক্যাভা দিয়ে হৃৎপিন্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে।

প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটি ব্যাখ্যা কর

প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটি হলো আর্থ্রোপোডা। এ পর্বের প্রাণীরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে সর্বত্র বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি বহিঃ ও অন্তঃপরজীবী হিসেবে বাস করে। 

বহু প্রাণী স্থলে, স্বাদু পানি ও সমুদ্রে বাস করে। এদের অনেক প্রজাতি ডানার সাহায্যে উড়তেও পারে। যেমন- আরশোলা, মৌমাছি, চিংড়ি ইত্যাদি।

আশা করি সিস্টেমিক বা তন্ত্রীয় সংবহন কাকে বলে? প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটি ব্যাখ্যা করএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন