সুপারভাইজার প্রোগ্রাম কাকে বলে? | সুপারভাইজার প্রোগ্রামের কাজ কি?- বিস্তারিত

সুপারভাইজার প্রোগ্রাম কাকে বলে? সুপারভাইজার প্রোগ্রামের কাজ কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সুপারভাইজার প্রোগ্রাম কাকে বলে? সুপারভাইজার প্রোগ্রামের কাজ কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সুপারভাইজার প্রোগ্রাম কাকে বলে? সুপারভাইজার প্রোগ্রামের কাজ কি?

সুপারভাইজার প্রোগ্রাম কাকে বলে?

কন্ট্রোল প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশকে সুপারভাইজার প্রোগ্রাম (Supervisor Programme) বলে। এ প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে। কম্পিউটার চালু করার সাথে সাথে সিপিইউকে কি ধরণের কাজ করতে হবে তা নির্দেশ করে এবং সিপিইউ এর বিভিন্ন অংশের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। কম্পিউটার চালু করার পর পরই সুপারভাইজার প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশটি প্রাইমারি মেমোরি বা র‌্যামে লোড হয় বলে একে “রেসিডেন্ট রুটিন” বলা হয়। প্রোগ্রামের বাকি অংশ সহায়ক মেমোরিতে থাকে তাই একে “ক্ষণস্থায়ি বা ট্রানজিয়েন্ট রুটিন" বলা হয়।


সুপারভাইজার প্রোগ্রামের কাজ কি?


সুপারভাইজার প্রোগ্রামের কাজঃ

১. ইনপুট/আউটপুট ডিভাইসগুলোর সাথে সিপিইউ-এর সংযোগ স্থাপন করে ডেটা আদান-প্রদান নিয়ন্ত্রণ করে।

২. ব্যবহারকারীকে যে কোনো Error Message জানিয়ে দেয়।

৩. প্রয়োজনমত ট্রানজিয়েন্ট রুটিন প্রোগ্রামকে সহায়ক মেমোরি থেকে প্রধান মেমোরিতে নিয়ে এসে কাজে লাগায়।


আশা করি সুপারভাইজার প্রোগ্রাম কাকে বলে? সুপারভাইজার প্রোগ্রামের কাজ কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন