এন্টিভাইরাস প্রোগ্রাম কি? জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “এন্টিভাইরাস প্রোগ্রাম কি? জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
এন্টিভাইরাস প্রোগ্রাম কি? জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম
বর্তমান বিশ্বে জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস হলোঃ
১. এভিজি (AVG)
২. এভাস্ট (AVAST)
৩. অ্যাভিরা (Avira)
৪. ক্যাসপারেস্কি (Kaspersky)
৫. ম্যাকএফির ভাইরাস স্ক্যান (McAffy's Virus Scan)
৬. নর্টন এন্টিভাইরাস (Norton Anti Virus-NAV)
৭. আইবিএম এন্টিভাইরাস (IBM AntiVirus)
৮. পিসি সিলিন (PC Cillin)
৯. বিটডিফেন্ডার (Bitdefender)
এছাড়াও আরও অনেক এন্টিভাইরাস রয়েছে।
এন্টি ভাইরাস প্রোগ্রাম ইন্সটল প্রক্রিয়া
একটি এন্টি ভাইরাস প্রোগ্রাম ইন্সটল প্রক্রিয়া নিচে দেওয়া হলো:
ধাপ-১ঃ কম্পিউটার অন করে ডেস্কটপে আসুন।
ধাপ-২ঃ My Computer এর উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করুন।
ধাপ-৩ঃ ধরি D ড্রাইভ হতে McAfee এন্টি ভাইরাস প্রোগ্রামটি ইন্সটল করা হবে।
ধাপ-৪ঃ এবারে McAfee এন্টি ভাইরাসটিতে ডবল ক্লিক করুন।
ধাপ-৫ঃ এরপর Setup এর উপর ডবল ক্লিক করি। তাহলে ইনস্টলেশনের কাজ শুরু হবে।
ধাপ-৬ঃ এরপর I accept the terms in the license অপশনটি সিলেক্ট করে OK তে ক্লিক করুন।
ধাপ-৭ঃ এরপর উইন্ডোর Typical অপশনটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
ধাপ-৮ঃ এরপর উইন্ডোর Install এ ক্লিক করলে এর অল্প সময়ের মধ্যেই সম্পূর্ন সফটওয়্যারটি ইন্সটল হয়ে যাবে।