মাপচোঙ কি? বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “মাপচোঙ কি? বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মাপচোঙ কি?
মাপচোঙ হলো একটি কাঁচের চোঙ।চোঙটির গায়ে ঘনসেন্টিমিটারে দাগ কাটা থাকে এবং এর ছোট একটি ঘরের মান 0.1 ঘনসেন্টিমিটার।
বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী বোঝায় ?
বিজ্ঞানের সাথে জড়িত আছে পরীক্ষা, নিরিক্ষা ও পর্যবেক্ষণ। এসব কাজ করতে হবে পদ্ধতিগতভাবে, সুশৃঙ্খল উপায়ে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে।
বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা, বিভিন্ন পর্যবেক্ষণ ও বিভিন্ন গবেষণা করেন।
তাঁদের কাজের ধারা বিভিন্ন হতে পারে। কিন্তু সবাই ধারাবাহিকভাবে কাজ করেন, পদ্ধতিগতভাবে সুশৃঙ্খল উপায়ে কাজ সম্পন্ন করেন।
তাঁরা বিভিন্ন কাজ করলেও তাঁদের কাজের ধারার মধ্যে একটা পদ্ধতিগত মিল আছে। বিজ্ঞানীদের ব্যবহৃত এই যে সাধারণ পদ্ধতি তাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি।
আশা করি “মাপচোঙ কি? বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী বোঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ