কোয়াসার কী? | একটি তারকা কীভাবে ব্ল্যাকহোলে পরিণত হয়? ব্যাখ্যা কর- বিস্তারিত

কোয়াসার কী? একটি তারকা কীভাবে ব্ল্যাকহোলে পরিণত হয়? ব্যাখ্যা কর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা কোয়াসার কী? একটি তারকা কীভাবে ব্ল্যাকহোলে পরিণত হয়? ব্যাখ্যা কর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কোয়াসার কী? একটি তারকা কীভাবে ব্ল্যাকহোলে পরিণত হয়? ব্যাখ্যা কর

কোয়াসার কী? 

মহাবিশ্বে এ যাবৎ কালের আবিস্কৃত সবচেয়ে বিস্ময়কর বস্তু সম্ভবত কোয়াসার। কোয়াসার হলো মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু। একটি কোয়াসারের মোট শক্তির পরিমাণ একটি সম্পূর্ণ গ্যালাক্সির শক্তির চেয়ে প্রায় 100 গুণ বেশি। অথচ একটি কোয়াসারের ব্যাপ্তি আমাদের সৌরজগতের প্রায় দ্বিগুণের মতো।

একটি তারকা কীভাবে ব্ল্যাকহোলে পরিণত হয়? ব্যাখ্যা কর

সূর্যের চেয়ে অনেকগুণ 'বেশি ভরের তারকাকে বেশি ভরসম্পন্ন তারকা' বলা হয়। এরূপ তারকার জ্বালানী ফুরিয়ে গেলে, মহাকর্ষজনিত সংকোচন খুব বেশি বৃদ্ধি পেতে থাকে। ফলে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হয় এবং তারকাটি বিস্ফোরিত হয়।

একেই বলে সুপারনোভা বিস্ফোরণ। এরূপ বিস্ফোরণের ফলে তারকাটি তার বাড়তি ওজন হারায়। অবশিষ্ট যে ভর থাকে তার মান অনুযায়ী দুই রকম ফল পাওয়া যেতে পারে। দুই সৌর ভরের কাছাকাছি হলে সেটি একটি নিউট্রন তারকায় এবং এর চেয়ে বেশি হলে সেটি সাধারণত একটি কৃষ্ণ বিবরে পরিণত হয়।

আশা করি কোয়াসার কী? একটি তারকা কীভাবে ব্ল্যাকহোলে পরিণত হয়? ব্যাখ্যা করএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন