অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর- বিস্তারিত

অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি - বাংলা ১ম পত্র
১. ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর : গ

২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৪ খ. ১৮৭৫ 
গ. ১৮৭৬ ঘ. ১৮৭৭
সঠিক উত্তর : গ

নিচের উদ্দীপকটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান পশুপাখির সঙ্গে সৌহার্দ্য স্থাপন করেছিলেন। তাঁর বাসভবনে অনেক হিংস্র প্রাণীও ছিল, যেগুলো হিংস্রতা ভুলে গিয়ে শান্ত হয়ে ছিল।
৩. উদ্দীপকের মূল বক্তব্যের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?
ক. মহত্ত্বের কাছে হিংস্রতা হার মানে
খ. মানবেতর প্রাণী হিংস্র হয়
গ. হিংস্র প্রাণী কখনো শান্ত হয় না
ঘ. তুচ্ছ জীবকে তাচ্ছিল্য করা উচিত
সঠিক উত্তর : ক

৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?
ক. অপরাজেয় কথাশিল্পী 
খ. রূপসী বাংলার কবি
গ. সাহিত্যসম্রাট 
ঘ. কাব্যবিশারদ
সঠিক উত্তর : ক

৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?
ক. এই সমাজ, দেবদাস 
খ. গৃহদহন
গ. দেনাপাওনা, পথের শেষ 
ঘ. শ্রীকান্ত, দেবদাস
সঠিক উত্তর : ঘ

৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় 
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. সোরবন বিশ্ববিদ্যালয় 
ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর : খ

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় 
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. সোরবন বিশ্ববিদ্যালয় 
ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর : ক

৮. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?
ক. দেনাপাওনা খ. বড়দিদি 
গ. পথের দাবি ঘ. শেষ প্রশ্ন
সঠিক উত্তর : খ

৯. কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে?
ক. ঢাকায় খ. দেওঘরে 
গ. ভাগলপুরে ঘ. কলকাতায়
সঠিক উত্তর : ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পরিবারে একমাত্র কন্যা জন্ম নেওয়ায় খুশি হয়েছেন সামাদ মিয়া। এ উপলক্ষে তিনি প্রতিবেশীদের দাওয়াত করেছেন। অনুষ্ঠানের দশ দিন আগে তিনি একটি বড় ছাগল কিনে এনেছেন। কিন্তু সামাদ মিয়ার ছেলে আশিক ছাগলটি জবাই করতে দেয় না। 
কারণ, আশিককে দেখলেই ছাগলটি ‘ম্যা’ ‘ম্যা’ করে। ছাগলটির সঙ্গে আশিকের মধুর সম্পর্ক গড়ে উঠেছে। তাই সামাদ মিয়া বাধ্য হয়ে হাট থেকে মাংস কিনে এনে অনুষ্ঠান করেন।
১০. উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বক্তব্যে মিল কোথায়?
ক. অবলা জীবের জন্য কাতর না হওয়া
খ. ছাগলটি জবাই করতে না দেওয়া
গ. নিষ্ঠুরতা পরিহার করা
ঘ. তুচ্ছ প্রাণীর জন্য উদ্বিগ্ন না হওয়া
সঠিক উত্তর : গ
১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩৫ খ. ১৯৩৬
গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮
সঠিক উত্তর : ঘ

১২. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
ক. সন্ধ্যার পূর্বে খ. সন্ধ্যার পরে
গ. বিকেলবেলা ঘ. গোধূলিবেলা
সঠিক উত্তর : ক

১৩. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
i. কোনো তিথি না মেনে কারোর আগমনকে
ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
iii. অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii 
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মা-বাবার আদরের দুই ছেলে রাহি ও মাহি এবার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেন। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার দেওয়া, পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। 
কিন্তু একদিন সকালে দেখে, ইঁদুর এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে যে তাদের অঝোর ধারায় কান্না, কেউ আর থামাতেই পারে না। ময়নাটির কথা মনে পড়লেই ওরা কেঁদে ওঠে।
১৪. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে—
i. পশুপাখির সঙ্গে মানুষের স্বাভাবিক সম্পর্ক
ii. পশুপাখির সঙ্গে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক
iii. ভালোবাসায় সিক্ত পশুপাখির বিচ্ছেদবেদনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii 
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ

১৫. উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
ক. বাড়িতে ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না
খ. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে
গ. অতএব আমার অতিথি করে উপবাস
ঘ. আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনে বুঝলি!
সঠিক উত্তর : ক

১৬. ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন গল্পটির ঈষৎ পরিমার্জিত রূপ?
ক. অতিথির কীর্তি
খ. দেওঘরের স্মৃতি
গ. অতিথির স্মৃতি
ঘ. দেওঘরের কীর্তি
সঠিক উত্তর : খ

১৭. লেখক কেন দেওঘরে এসেছিলেন?
ক. গল্প লেখার জন্য
খ. বায়ু পরিবর্তনের জন্য
গ. তীর্থ ভ্রমণের জন্য
ঘ. সুচিকিৎসার জন্য
সঠিক উত্তর : খ

১৮. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
ক. চিকিৎসকের খ. অতিথির
গ. বামুন ঠাকুরের ঘ. চাকরদের
সঠিক উত্তর : ক

১৯. রাত্রি কয়টা থেকে এক লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
ক. দুটো খ. তিনটে 
গ. চারটে ঘ. পাঁচটা
সঠিক উত্তর : খ

২০. নিচের কোনটি শোথজাতীয় রোগ?
ক. বাত খ. বেরিবেরি 
গ. হাঁপানি ঘ. গলগণ্ড
সঠিক উত্তর : খ

আশা করি অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন