সিআরটি মনিটর কাকে বলে? | সিআরটি মনিটর ও এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য কি? - বিস্তারিত

সিআরটি মনিটর কাকে বলে? সিআরটি মনিটর ও এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “সিআরটি মনিটর কাকে বলে? সিআরটি মনিটর ও এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সিআরটি মনিটর কাকে বলে? সিআরটি মনিটর ও এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য কি?

সিআরটি মনিটর কাকে বলে?


CRT এর পূর্ণরূপ হলো Cathode Ray Tube। ক্যাথোড রে টিউবযুক্ত মনিটরকে সিআরটি মনিটর বলে। টিউবের ভিতরের দিকে ফসফর নামক এক ধরণের রাসায়নিক পদার্থের প্রলেপ থাকে। 

সাদাকালো সিআরটি মনিটরে একটি ইলেকট্রন গান থাকে এবং রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ লাল, সবুজ, আসমানী বা নীল। প্রদর্শণের জন্য তিন ধরনের ইলেকট্রন ফসফরের উপর আঘাত হানে। 

ইলেকট্রন রশ্মিগুলো আঘাত হানার পর ফসফর দানাগুলো আলোকিত হয় এবং পর্দায় ছবি হিসেবে পরিস্ফুটিত হয়। এ ধরনের মনিটরে কম উজ্জ্বল ডিসপ্লে হয়ে থাকে। আকারে অপেক্ষাকৃত বড় এবং বিদ্যুৎ খরচ বেশি হওয়ায় মনিটরগুলোর ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে।

 সিআরটি মনিটর ও এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য কি?

সিআরটি (CRT) মনিটর ও এলসিডি (LCD) মনিটরের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–

সিআরটি (CRT) মনিটর


১. CRT এর পূর্ণরূপ হলো Cathode Ray Tube।
২. সিআরটি মনিটরের কালার দেখানোর ক্ষমতা অসীম।
৩. সিআরটি মনিটরের ক্ষেত্রে পর্দায় দেখানো ছবি যেকোন এঙ্গেল থেকে ভালো দেখা যায়।
৪. কম উজ্জ্বল ডিসপ্লের হয়ে থাকে।
৫. ওজন বেশি সহজে বহন করা যায় না।
৬. এলসিডি মনিটরের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়।
৭. মূল্য তুলণামূলকভাবে কম।
৮. ল্যাপটপে সিআরটি ব্যবহৃত হয় না।

এলসিডি (LCD) মনিটর


১. LCD এর পূর্ণরূপ হলাে Liquid Crystal Display।
২. এলসিডি মনিটর ১৬.৭ মিলিয়ন কালার দেখাতে পারে।
৩. এলসিডি মনিটরের ক্ষেত্রে পর্দায় দেখানো ছবি সোজাসুজি না তাকিয়ে ভালো দেখা যায় না।
৪. বেশ উজ্জ্বল ডিসপ্লের হয়ে থাকে।
৫. ওজন কম তাই সহজে বহন করা যায়।
৬. আনেক কম বিদ্যুৎ খরচ হয়।
৭. মূল্য তুলণামূলকভাবে বেশি।
৮. ল্যাপটপে এলসিডি ব্যবহৃত হয়।

সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত?
উত্তর : নরম সুতি কাপড়।

আশা করি সিআরটি মনিটর কাকে বলে? সিআরটি মনিটর ও এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন