অ্যানায়ন কাকে বলে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “অ্যানায়ন কাকে বলে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
অ্যানায়ন কাকে বলে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়?
ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়। কোনো মৌলের পরমাণু যখন স্থিতিশীলত অজর্নের জন্য ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত হয় তখন তাকে অ্যানায়ন বলে। যেমন— ফ্লোরিন মৌলের পরমাণুতে ৯টি ইলেকট্রন থাকে। অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস ২, ৭। ফ্লোরিন পরমাণু ১টি ইলেকট্রন গ্রহণ করার পর F- আয়নে পরিণত হয়।
অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়?
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যার সাহায্য মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা জানা যায়। সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন আছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। তাই অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি ইলেকট্রন আছে।
আশা করি “অ্যানায়ন কাকে বলে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"