বার্জেলিয়াসের প্রকল্প কি?- রসায়ন [২০২৩]

বার্জেলিয়াসের প্রকল্প কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা বার্জেলিয়াসের প্রকল্প কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

বার্জেলিয়াসের প্রকল্প কি?

বার্জেলিয়াসের প্রকল্প কি?

বার্জেলিয়াস প্রকল্পঃ  একই তাপমাত্রা এবং চাপে সমআয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে।

অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে সকল

গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক পরমাণু থাকবে।  

যেমনঃ একই তাপমাত্রা ও চাপে 5ml নাইট্রোজেন 5ml অক্সিজেন 5ml হিলিয়াম গ্যাসে একই সংখ্যক পরমাণু থাকবে।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বার্জেলিয়াসের প্রকল্প কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন