ঘ্রাণঝিল্লি কী? | চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী ঘটবে?- বিস্তারিত

ঘ্রাণঝিল্লি কী? চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী ঘটবে?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ঘ্রাণঝিল্লি কী? চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী ঘটবে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ঘ্রাণঝিল্লি কী? চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী ঘটবে?

ঘ্রাণঝিল্লি কী?

নাসাপথের পেছনের ভাগে অবস্থিত ঘ্রাণকোষের সাথে সংযোগ রক্ষাকারী সূক্ষ্ম রক্তনালিকা সমৃদ্ধ পাতলা আবরণী ঝিল্লিই হলো ঘ্রাণঝিল্লি।


চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী ঘটবে?


মানুষের চোখের লেন্স দ্বি-উত্তল লেন্স। এই লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এদের সংকোচন-প্রসারণের মাধ্যমে লেন্সটি তার প্রয়োজন মতো আকৃতি পরিবর্তন করতে পারে যখনই চোখের সামনে কোনো বস্তু আসে তখন ঐ বস্তু হতে আলোকরশ্মি ঐ লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনার উপর বিম্ব গঠন করে। মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট উল্টো বিম্বকে পুনরায় উল্টে দেয় ফলে আমরা বস্তুটিকে সঠিকভাবে দেখতে পাই। 


তাই চোখের লেন্সটি নষ্ট হয়ে গেলে বাইরের পরিবেশ থেকে পাওয়া বস্তুর সঠিক আকৃতি রেটিনার ওপর প্রতিবিম্ব গঠন করে। ফলে চোখ দিয়ে কোনো বস্তুকে ঠিকমতো দেখা সম্ভব হবে না।


আশা করি ঘ্রাণঝিল্লি কী? চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী ঘটবে?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন