যোগান কাকে বলে? অর্থনীতি বলতে কী বোঝ?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “যোগান কাকে বলে? অর্থনীতি বলতে কী বোঝ?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
যোগান কাকে বলে?
কোনো বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে উৎপাদিত দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত বা ইচ্ছুক থাকে তাকে অর্থনীতিতে যোগান বলে।
অর্থনীতি বলতে কী বোঝ?
মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলি এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকেই অর্থনীতি বলা হয়।
অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের মতে, অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। অধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি প্রদান করেন এল, রবিন্স। তার মতে, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলি আলোচনা করে।
আশা করি “যোগান কাকে বলে? অর্থনীতি বলতে কী বোঝ?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"