উপকরণ সহায়তা কার্ড কি? শস্য বহুমুখীকরণ বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “উপকরণ সহায়তা কার্ড কি? শস্য বহুমুখীকরণ বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
উপকরণ সহায়তা কার্ড কি?
ফসল উৎপাদনে ঋণ, উপকরণ সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার কৃষকদের পরিচিতিস্বরূপ যে কার্ড বিতরণ করে তাকে উপকরণ সহায়তা কার্ড বলে।
শস্য বহুমুখীকরণ বলতে কী বোঝায়?
একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।
বাংলাদেশে এখনও একই জমিতে একই ফসল বারবার ফলানোর প্রবণতা রয়েছে। বিশেষ করে এদেশের অধিকাংশ জমিতে বছরের পর বছর শুধু ধান চাষ করা হয়ে থাকে। কিন্তু ঐ জমিতে যদি ধান চাষের পরে পাট চাষ করা হয়।
আবার পাট চাষ শেষে সরিষার চাষ করা হয়। তাহলে মাটির রাসায়নিক উপাদানসমূহের মান বজায় থাকে। এতে করে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। একই জমিতে এরকমভাবে চাষের পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করাকেই বলা হয় শস্য বহুমুখীকরণ।
আশা করি “উপকরণ সহায়তা কার্ড কি? শস্য বহুমুখীকরণ বলতে কী বোঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"