জাম্প কাকে বলে? অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত বলতে কী বোঝায়?- বিস্তারিত

জাম্প কাকে বলে? অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা জাম্প কাকে বলে? অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

জাম্প কাকে বলে? অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত বলতে কী বোঝায়?

জাম্প কাকে বলে? 

প্রোগ্রামের সরল অনুক্রমকে ভঙ্গ করে প্রোগ্রামের মধ্যে এক লাইন থেকে পরবর্তী লাইনে না গিয়ে ওপরে বা নিচে অন্য কোনো লাইন থেকে কাজ শুরু করলে, তাকে জাম্প বলে।

অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত বলতে কী বোঝায়?

কোনো একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি, তাকে অ্যালগরিদম বলা হয়। অপরদিকে কোনো সমস্যাকে কম্পিউটার দ্বারা সমাধান করার জন্য প্রোগামিং ভাষায় নির্দেশনা দেওয়াকেই বলে কোডিং। 


এক্ষেত্রে কোনো সমস্যাকে কম্পিউটার দ্বারা সমাধান করার পূর্বে অ্যালগরিদম অণুসরণ করলে যে সুবিধা পাওয়া যায়, তা হলো– সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। 


প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায়। জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। 


অর্থাৎ কোডিং করার পূর্বে অ্যালগরিদম অণুসরণ করলে অনেক সুবিধা পাওয়া যায়। তাই বলা যায় অ্যালগরিদম কোডিং বা প্রোগামিং এর পূর্বশর্ত।


আশা করি জাম্প কাকে বলে? অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন