রাসায়নিক পরিবর্তনই তাপীয় পরিবর্তনের কারণ? - রসায়ন [২০২৩]

রাসায়নিক পরিবর্তনই তাপীয় পরিবর্তনের কারণ? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা রাসায়নিক পরিবর্তনই তাপীয় পরিবর্তনের কারণ? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

রাসায়নিক পরিবর্তনই তাপীয় পরিবর্তনের কারণ?

রাসায়নিক পরিবর্তনই তাপীয় পরিবর্তনের কারণ?

রাসায়নিক পরিবর্তন বলতে কোন পদার্থ তার সম্পূর্ণ নিজস্ব ধর্ম হারিয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট সম্পূর্ণ নতুন পদার্থে পরিণত হওয়াকে বোঝায়। 

রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বস্তুর তাপীয় পরিবর্তন ঘটে। 

রাসায়নিক পরিবর্তন হতে হলে সংশ্লিষ্ট পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া অবশ্যই করতে হবে। প্রতিটি পদার্থের একটি নির্দিষ্ট পরিমান তাপ ধারণ ক্ষমতা থাকে। যাকে পদার্থের ধৃততাপ বলে। যখন বিক্রিয়ক পদার্থ বা পদার্থসমূহের ধৃততাপের মান উৎপাদিত পদার্থ বা পদার্থসমূহের ধৃততাপের মানের চেয়ে বেশি হয় তখন সে বিক্রিয়া বা পরিবর্তনে তাপের উদগীরণ ঘটে। 

অপরদিকে, বিক্রিয়ক পদার্থ বা পদার্থসমূহের ধৃততাপের মান যদি উৎপাদিত পদার্থসমূহের ধৃততাপের মানের চেয়ে কম হয় তখন সে বিক্রিয়া বা পরিবর্তনে তাপের শোষণ ঘটে। 

অতএব বলা যায়, রাসায়নিক পরিবর্তন তাপীয় পরিবর্তনের কারণ।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রাসায়নিক পরিবর্তনই তাপীয় পরিবর্তনের কারণ?  বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন