সরণ কী? ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “সরণ কী? ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
সরণ কী?
নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বই সরণ। সরণের মাত্রা হল দৈর্ঘ্যের মাত্রা [L]। সরণ একটি ভেক্টর রাশি। কারণ এর মান এবং দিক দুটিই আছে। সরণের দিক হল বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে।
ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়?
দুটি বস্তুর স্পর্শতলের অমসৃণতার কারণে ঘর্ষণ বল উৎপন্ন হয়। আপাত দৃষ্টিতে কোনো বস্তুর তলকে মসৃণ বলে মনে হলেও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে এর উপর অনেক উঁচু-নিচু খাঁজ লক্ষ করা যায়। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয়, তখন উভয় বস্তুর স্পর্শতলের এ খাঁজগুলো একটির ভিতর আরেকটি ঢুকে যায় অর্থাৎ খাঁজগুলো পরস্পর আটকে যায়। এর ফলে একটি তলের উপর দিয়ে অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয়। এভাবে ঘর্ষণ বলের উদ্ভব ঘটে।