রিলেটিভ পাথ কি? ওয়েবপেজ কী? ব্যাখ্যা করো: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “রিলেটিভ পাথ কি? ওয়েবপেজ কী? ব্যাখ্যা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
রিলেটিভ পাথ কি?
যে পাথে URL এর সাধারণ অংশগুলো থাকে এবং URL এর বাকি অংশগুলো ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে নেয় সেটি হলো রিলেটিভ পাথ (Relative path)।
ওয়েবপেজ কী? ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েবপেইজ বলে। ওয়েবপেইজকে আবার ওয়েব ডকুমেন্টও বলে। এক বা একাধিক ওয়েবপেইজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয়। সুতরাং একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েবে প্রথম ঢুকলে যে পেইজটি প্রদর্শিত হয় তাকে হোমপেইজ বলে।
গঠন বৈচিত্রের ওপর নির্ভর করে ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হতে পারে। যথা:
- স্ট্যাটিক ওয়েবসাইট;
- ডাইনামিক ওয়েবসাইট।