রিগিডেক্স কি? সমরাস্ত্র কারখানায় কী কী স্টীল ব্যবহার করা হয়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “রিগিডেক্স কি? সমরাস্ত্র কারখানায় কী কী স্টীল ব্যবহার করা হয়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
রিগিডেক্স কি?
রিগিডেক্স হলো একটি লো-মেল্টিং টুলিং ম্যাটেরিয়ালস; যা মূলত ঢালাইযোগ্য থার্মোপ্লাস্টিক যৌগ। এটি কোন যন্ত্রাংশকে সুস্থির করা এবং সাপোর্ট দেয়ার জন্য ব্যবহার করা হয় এবং একে ঢালাই করে পুনঃপুনঃ ব্যবহার করা যায়।
সমরাস্ত্র কারখানায় কী কী স্টীল ব্যবহার করা হয়?
সমরাস্ত্র কারখানায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সকল প্রকার ইস্পাতই প্রয়োজন হয়। তারমধ্যে নিচে উল্লেখিত সংকর ইস্পাতের ব্যবহার উল্লেখযোগ্য।
১. ম্যাংগানিজ স্টীল (Manganese Steel)
২. মলিবডেনাম স্টীল (Molybdenum Steel)
৩. ভেনাডিয়াম স্টীল (Vanadium Steel)
৪. নিকেল স্টীল (Nickel Steel)
৫. ক্রোমিয়াম স্টীল (Chromium Steel)
৬. নিকেল ক্রোমিয়াম স্টীল (Nickel Chromium Steel)
৭. স্টেইনলেস্ স্টীল (Stainless Steel)
৮. স্প্রিং স্টীল (Spring Steel) ইত্যাদি।
আশা করি “রিগিডেক্স কি? সমরাস্ত্র কারখানায় কী কী স্টীল ব্যবহার করা হয়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"