সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য কি?
সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য আলোচনা করা হলোঃ
- সংরক্ষণশীল বলের ক্রিয়ায় কাজের পরিমাণ শূন্য হয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় কাজের পরিমাণ শূন্য হয় না।
- সংরক্ষণশীল বলের ক্রিয়ার অভিমুখ বস্তু কণার গতির অভিমুখের উপর নির্ভরশীল নয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ার অভিমুখ বস্তু কণার গতির অভিমুখের উপর নির্ভরশীল।
- সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ বস্তু কণার গতিপথের উপর নির্ভরশীল নয়। কিন্তু অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ বস্তু কণার গতিপথের উপর নির্ভরশীল।
- সংরক্ষণশীল বলের ক্রিয়ায় সম্পাদিত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় সম্পাদিত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব নয়।
- সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না।
আশা করি “সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ