মৌল ও যৌগের মধ্যে পার্থক্য কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “মৌল ও যৌগের মধ্যে পার্থক্য কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
মৌল ও যৌগের মধ্যে পার্থক্য কি?
মৌল ও যৌগের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. মৌল হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
অপরদিকে, যৌগ হল মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
২. নির্দিষ্ট প্রতীক দ্বারা মৌলকে প্রকাশ করা হয়।
কিন্তু, যৌগকে নির্দিষ্ট সংকেত দ্বারা প্রকাশ করা হয়।
৩. মৌলগুলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কনিকা দ্বারা গঠিত। অপরদিকে, যৌগসমূহ একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের দ্বারা গঠিত হয়।
৪. পর্যায় সারণির নির্দিষ্ট স্থানে মৌল সমূহ অবস্থান করে।
কিন্তু, যৌগের ক্ষেত্রে এরূপ হয়না।
৫. মৌলের ক্ষুদ্রতম কণা হিসেবে পরমাণু সমূহই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
কিন্তু, যৌগসমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মৌল ও যৌগের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”