ট্যাগমাটাইজেশন কি? অ্যানজাইনা বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ট্যাগমাটাইজেশন কি? অ্যানজাইনা বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ট্যাগমাটাইজেশন কি?
ট্যাগমাটাইজেশন হলো প্রাণিদেহকে বাহ্যিকভাবে কিছু নির্দিষ্ট অঞ্চলে বিভক্তিকরণ। প্রাণিদেহের বিভিন্ন জায়গায় কিছু খন্ডক একত্রিক হয়ে নির্দিষ্ট কিছু অঞ্চল বা ট্যাগমা গঠন করে।
যেমন, Insecta শ্রেণির প্রাণীর দেহ খণ্ডকগুলো মিলিত হয়ে মস্তক, বক্ষ ও উদর নামক তিনটি সুস্পষ্ট অঞল বা ট্যাগমাটা গঠন করে। এভাবে মস্তক, বক্ষ ও উদর নামক তিনটি ট্যাগমাটায় Insecta শ্রেণির প্রাণিদেহকে বিভক্তিকরণই হলো ট্যাগমাটাইজেশন।
অ্যানজাইনা বলতে কী বোঝায়?
অ্যানজাইনা হলো O2 এর অভাবে বুকে ব্যথাজনিত একটি রোগ। পরিমিত অক্সিজেনের অভাবে হৃৎপেশির কোষগুলো অবাত শ্বসন প্রক্রিয়ায় পাইরুভিক এসিড থেকে শক্তি উৎপাদন করে।
এ সময় উপজাত হিসেবে ল্যাকটিক এসিড তৈরি হয়, যা হৃদপেশিতে জমা হয়। ফলে বুকে ব্যথা, বুক ভারী লাগা, বুকের চারিদিকে চাপ, জ্বালাপোড়া, অস্বস্তি লাগা, দম বন্ধ হয়ে আসা ইত্যাদি অ্যানজাইনা রোগের লক্ষণ দেখা দেয়।
আশা করি “ট্যাগমাটাইজেশন কি? অ্যানজাইনা বলতে কী বোঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ