পলিথিনের বৈশিষ্ট্য, ব্যবহার ও ক্ষতিকারক দিক বর্ণনা করো: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “পলিথিনের বৈশিষ্ট্য, ব্যবহার ও ক্ষতিকারক দিক বর্ণনা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
পলিথিনের বৈশিষ্ট্য, ব্যবহার ও ক্ষতিকারক দিক বর্ণনা করো
পলিথিনের বৈশিষ্ট্য : যে রাসায়নিক বন্ধনের ফলে পলিথিন গঠিত হয় তা খুব দৃঢ় বলে এ বন্ধন বাতাসে ও জলীয় আবহাওয়ায় ও মাটিস্থ কোনাে বস্তুর দ্বারা ভেঙে যায় না, যার ফলে এটি মাটিতে মিশে না বা পচে-গলে যায় না। মূলত এ কারণেই পলিথিনের ব্যবহার মারাত্মক হুমকিস্বরূপ। পলিথিনের বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্যের কারণেই এটি সর্বাধিক ব্যবহারযােগ্য পণ্যতে পরিণত হয়েছে। পলিথিনের বিশেষ বৈশিষ্ট্য হল–
- এটি পানি ও বায়ু নিরােধক।
- সহজেই বহনযােগ্য, ব্যয়ভার ও প্রস্তুত খরচ কম কিন্তু ক্ষতিকর।
- অনেকদিন টেকসই হয় বলেই মাটিতে এটি মিশে যায় না এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
- মাটিতে মিশে না।
পলিথিনের ব্যবহার : আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়ােজনীয় জিনিসের প্রতিটি ক্ষেত্রেই পলিথিনের ব্যবহার দেখা যায়। হাটে-বাজারে জিনিসপত্র কেনার সময় প্রায় সকলেই এটি ব্যবহার করে।
তরিতরকারি, মাছ, মাংস, ডিম, চাল-ডাল ইত্যাদি বাড়িতে নিয়ে আসার জন্যে পলিথিনের ব্যবহার হয়। মােটকথা, হাটবাজার করতে পলিথিন মানুষের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এছাড়া কসমেটিক, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, কাপড় চোপড় ইত্যাদি প্রতিটি পণ্যতেই পলিথিন ব্যবহার করা হয়।
পলিথিনের ক্ষতিকারক দিক
বাংলাদেশের মানুষ তার নিত্য প্রয়ােজনীয় দ্রব্য-সামগ্রী কেনাকাটায় একরকম পলিথিন নির্ভর হয়ে যাওয়ায়, পলিথিনের ব্যাপক প্রসার ঘটে। ফলে এই পলিথিন ব্যবহারের পর মাঠে-ময়দানে, খােলা পরিবেশে, পুকুরে, নদীতে যত্রতত্র ফেলে দিয়ে পরিবেশকে ক্রমেই বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এই পলিথিন পরিবেশের জন্যে কতটা ভয়াবহভাবে বিপর্যয়কর তা মানুষ এখন কিছুটা বুঝতে পেরেছে। পলিথিন মাটির সঙ্গে মিশে না বলে মাটিতে তা জমে মাটির মূল বৈশিষ্ট্য যেমন নষ্ট করে দেয় তেমনি এর উর্বরতাও নষ্ট করে ফেলে। পলিথিন পানি নিরােধক বলে পানির স্বাভাবিক নিঃসরণ ঘটতে দেয় না। ফলে রাস্তাঘাট, নদীনালায় পানি জমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। শহরের ড্রেন ও পয়ঃনিষ্কাশন প্রণালীকে মারাত্মকভাবে ব্যাহত করছে এই পলিথিন। সর্বোপরি পলিথিন যেসব ক্ষতি করে তার কয়েকটি দিক নিচের তালিকায় দেওয়া হল–
- পলিথিন মাটিতে মেশে না বলে মাটির স্বাভাবিক গুণ নষ্ট করে দেয়। মাটির উর্বরতা শক্তিকে ধ্বংস করে। ফলে পলিথিন মিশ্রিত মাটিতে যেমন ফসল ফলানাে সম্ভব নয়, তেমনি কোনাে বাড়ি-ঘর কিংবা দালানকোঠা তােলাও সম্ভব নয়।
- পলিথিন পানি নিরােধক বলে ভূগর্ভস্থ পানির স্বভাবিক প্রবাহ নষ্ট করে দেয়।
- আর্সেনিক সৃষ্টির মূলেও পলিথিনের ভূমিকা রয়েছে।
- পলিথিন শহরাঞ্চলে নালা নর্দমার পানিতে আটকে গিয়ে দুর্ভোগের সৃষ্টি করে।
- নদীনালায় পলিথিন জমে ক্রমেই নদীর নাব্যতা নষ্ট করে ফেলে।
- নদ-নদী, পুকুর ইত্যাদিতে মাছের চাষ ব্যহত হয়। ফলে মাছের উৎপাদন কমে যায়। এভাবে পলিথিন পরিবেশের জন্যে বিরাট ক্ষতিকর। বস্তুত পলিথিন আমাদের পরিবেশের শত্রু।
আশা করি “পলিথিনের বৈশিষ্ট্য, ব্যবহার ও ক্ষতিকারক দিক বর্ণনা করো”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"