কব্জা সন্ধি কাকে বলে? | হাঁটুর অস্থিসন্ধি বলতে কী বোঝায়?- বিস্তারিত

কব্জা সন্ধি কাকে বলে? হাঁটুর অস্থিসন্ধি বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা কব্জা সন্ধি কাকে বলে? হাঁটুর অস্থিসন্ধি বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কব্জা সন্ধি কাকে বলে? হাঁটুর অস্থিসন্ধি বলতে কী বোঝায়?

কব্জা সন্ধি কাকে বলে? 

কব্জা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কব্জার মতো সন্ধিকে কব্জা সন্ধি বলে। যেমন– হাতের কনুই, জানু এবং আঙুলগুলোতে এ ধরনের সন্ধি দেখা যায়। এসব সন্ধি কেবল মাত্র একদিকে নাড়ানো যায়।

হাঁটুর অস্থিসন্ধি বলতে কী বোঝায়?

দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থিসন্ধি। প্রতিটি অস্থিসন্ধির অস্থিসমূহ এক রকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে। হাঁটুর অস্থিসন্ধিটিকে প্রকৃতপক্ষে বলা হয় সাইনোভিয়াল অস্থিসন্ধি।

এটি অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী দ্বারা আবৃত থাকে। ক্যাপসুলের ভেতর থাকে সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল গহ্বরের ভেতরে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে, যাকে বলা হয় সাইনোভিয়াল রস। 

এ অস্থিসন্ধির অস্থি দু'টির সংযোগস্থলের প্রান্তভাগ তরুণাস্থি দ্বারা আবৃত। সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি, অস্থিতে অস্থিতে ঘর্ষণজনিত ক্ষয়রোধ করে থাকে।

আশা করি কব্জা সন্ধি কাকে বলে? হাঁটুর অস্থিসন্ধি বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন