কৃষি জোত কী? কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস হতে কেন কম ঋণ গ্রহণ করে?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “কৃষি জোত কী? কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস হতে কেন কম ঋণ গ্রহণ করে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কৃষি জোত কী? কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস হতে কেন কম ঋণ গ্রহণ করে?
একটি কৃষি ফার্মের অধীনে যে পরিমাণ চাষযোগ্য জমি থাকে তাকে কৃষিজোত বলে।
কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস হতে কেন কম ঋণ গ্রহণ করে?
ঋণ সংগ্রহে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় বলে কৃষকরা প্রতিষ্ঠানিক উৎস হতে কম ঋণ গ্রহণ করে।
প্রাতিষ্ঠানিক অর্থাৎ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা হতে ঋণ নেওয়ার জন্য উপযুক্ত জামানত প্রদান করতে হয়। কিন্তু এদেশের বেশিরভাগ কৃষক ভূমিহীন ও প্রান্তিক হওয়ায় উপযুক্ত জামানত দেওয়ার সামর্থ্য তাদের থাকে না। তাছাড়া কিছু বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্বল্পসুদে কৃষি ঋণের ব্যবস্থা থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। এছাড়া এ প্রতিষ্ঠানগুলো দরিদ্র ও ভূমিহীন কৃষকদের সাহায্যের নিমিত্তে গড়ে উঠলেও এর অধিকাংশ সুবিধাই শুধু ধনী কৃষক ও মহাজনরাই ভোগ করে। এসব সমস্যার সম্মুখীন হতে হয় বলে কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস হতে কম ঋণ গ্রহণ করে।
আশা করি “কৃষি জোত কী? কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস হতে কেন কম ঋণ গ্রহণ করে?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"