ফাইল কমপ্রেস করা বলতে কী বোঝায়? ফাইল কমপ্রেস করার সুবিধা কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ফাইল কমপ্রেস করা বলতে কী বোঝায়? ফাইল কমপ্রেস করার সুবিধা কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ফাইল কমপ্রেস করা বলতে কী বোঝায়? ফাইল কমপ্রেস করার সুবিধা কি?
ফাইল কমপ্রেস করা বলতে ফাইল ছোট করাকে বোঝায়।
সাধারণত কম্পিউটারে বিভিন্ন ফাইল তৈরি করে হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখা হয়। প্রতিটি ফাইল যে সাইজের অর্থাৎ যত বাইটের ডিস্কে সংরক্ষিত হবে, তত বাইট জায়গা নেবে।
যেমন, একটি ফাইল যদি 5MB হয়, তাহলে এটি হার্ডডিস্কে 5MB জায়গা দখল করবে। তাছাড়া 1.44 MB-এর ফ্লপি ডিস্কে কপি করতে হলে কমপক্ষে 4টি ডিস্ক লাগবে।
কিন্তু উক্ত 5MB জায়গার স্থলে 2.5 MB জায়গায় ফাইলসমূহ রাখা সম্ভব। ফাইল কমপ্রেস করে বড় বড় ফাইলগুলোকে ছোট করে রাখা হয়। প্রয়োজনের সময় কমপ্রেস করা ফাইল আবার পূর্বের অবস্থায়ও ফিরিয়ে আনা যায়।
আশা করি “ফাইল কমপ্রেস করা বলতে কী বোঝায়? ফাইল কমপ্রেস করার সুবিধা কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ