সবুজ রসায়ন কাকে বলে? তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির কেন?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “সবুজ রসায়ন কাকে বলে? তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
সবুজ রসায়ন কাকে বলে?
রসায়নের যে শাখায় কোনো রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই, নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে সবুজ রসায়ন (Green Chemistry) বলে।
তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির কেন?
সকল তীব্র ক্ষার ও তীব্র এসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যথাক্রমে সর্বাধিক OH- ও H+ আয়ন দেয়। সকল তীব্র এসিড ও তীব্র ক্ষারের মধ্যে প্রশমন বিক্রিয়ায় মূলত সত্যিকারের বিক্রিয়া হচ্ছেঃ
H+(aq) + OH-(aq) = H2O(l)
যেহেতু সকল তীব্র ক্ষার ও তীব্র এসিডের মধ্যে প্রকৃতপক্ষে একই বিক্রিয়া অনুষ্ঠিত হয়, সেহেতু সকল তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুব।
আশা করি “সবুজ রসায়ন কাকে বলে? তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির কেন?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"