কপিরাইট কাকে বলে? শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার কৌশল ব্যাখ্যা কর: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “কপিরাইট কাকে বলে? শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার কৌশল ব্যাখ্যা কর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কপিরাইট কাকে বলে? শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার কৌশল ব্যাখ্যা কর
পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদনের, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধনের জন্য যে আইনের বিধান রাখা হয় তাকে কপিরাইট (Copyright) আইন বা সংক্ষেপে কপিরাইট বলে।
শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার কৌশল ব্যাখ্যা কর।
আমরা দৈনন্দিন জীবনে যে সকল পাসওয়ার্ড ব্যবহার করি তার গোপনীয়তা রক্ষা করার জন্য পাসওয়ার্ডের গঠন শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরী। নিচে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির কৌশল ব্যাখ্যা করা হলো–
১. সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা।
২. পাসওয়ার্ডে প্রয়োজনে কোনো প্রিয় বাক্য ব্যবহার করা।
৩. বিভিন্ন ধরনের ছোট এবং বড় হাতের বর্ণ ব্যবহার করা। যেমন : z26a1$a1r18a1@sheuly
৪. শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীকের সমন্বয়ে গঠিত জটিল পাসওয়ার্ড ব্যবহার করা।
৫. অনলাইনে পাসওয়ার্ডের শক্তিমাত্রা যাচাই করা। শক্তিমাত্রা কম হলে তা বাড়িয়ে নেওয়া।
৬. নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা।