মাটির লবণাক্ততার কারণ কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “মাটির লবণাক্ততার কারণ কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
মাটির লবণাক্ততার কারণ কি?
মাটিতে সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়ামের ক্লোরাইড লবণ মিশ্রিত থাকলে মাটি লবণাক্ত হয়ে থাকে। সামুদ্রিক জলোচ্ছ্বাস বা জোয়ারের লোনা পানি দ্বারা বার বার জমি প্লাবিত হলে মাটিতে ক্লোরাইড লবণ হিসেবে সোডিয়ামের প্রাচুর্যতা দেখা যায়। ফলে মাটি ক্ষার ধর্মী হয়। এ ধরনের ক্ষারধর্মী মাটিকে সোডিক মাটি বা ক্ষার মাটি বলে। এই ক্ষারীয় মাটিতে সোডিয়ামের পরিমাণ 15% এর বেশি থাকে। ক্ষার মাটির প্রধান সমস্যা হলো অতিরিক্ত সোডিয়াম আয়ন যা মাটিতে অধিক পরিমাণে NaOH সৃষ্টি করে, মাটির জৈব পদার্থের পচন ঘটায়। এই ধরনের মাটিতে কাল স্তর তৈরি হয়।
এই ধরনের মাটি ফসল চাষের অনুপোযোগী হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মাটির লবণাক্ততার কারণ কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”