ডাল্টনের পরমাণুবাদ আধুনিক রসায়নের ভিত্তি কেন? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “ডাল্টনের পরমাণুবাদ আধুনিক রসায়নের ভিত্তি কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ডাল্টনের পরমাণুবাদ আধুনিক রসায়নের ভিত্তি কেন?
ডাল্টনের পরমাণুবাদকে আধুনিক রসায়নের ভিত্তি বলা হয়।
কারণ-
১. ডাল্টনের পরমাণুবাদ সর্বপ্রথম পদার্থের গঠন সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা ও ব্যাখ্যা প্রদান করে।
২. ডাল্টনের পরমাণুবাদে পরমাণুকে অবিভাজ্য কণা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অবিভাজ্য কণাগুলি একক কণারূপে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ডাল্টনের এই মন্তব্য এখনো আধুনিক রসায়ন চর্চায় যথেষ্ট সাহায্য করছে।
৩. ডাল্টনের পরমাণুবাদে বলা হয়েছে প্রত্যেক পরমাণু অবিভাজ্য এবং এদের ধর্ম ও ভর নির্দিষ্ট।
ডাল্টনের এ মন্তব্য রাসায়নিক বিক্রিয়াকে সংকেতের সাহায্যে সমীকরণ আকারে প্রকাশ করতে সাহায্য করে।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ডাল্টনের পরমাণুবাদ আধুনিক রসায়নের ভিত্তি কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”