নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন?
নাইট্রোজেন অণুতে দুইটি নাইট্রোজেন পরমাণুর অত্যান্ত শক্তিশালী সমযোজী ত্রি-বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই ত্রি-বন্ধন ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়। তাছাড়া, সমযোজী যৌগ গুলির মধ্যে নাইট্রোজেন-নাইট্রোজেন বন্ধন শক্তি অত্যান্ত শক্তিশালী।
তাই কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”