কন্ট্রোল ইউনিটের কাজ কি? | ড্রাগিং এন্ড ড্রপিং বলতে কী বোঝায়?- বিস্তারিত

কন্ট্রোল ইউনিটের কাজ কি? ড্রাগিং এন্ড ড্রপিং বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “কন্ট্রোল ইউনিটের কাজ কি? ড্রাগিং এন্ড ড্রপিং বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কন্ট্রোল ইউনিটের কাজ কি? | ড্রাগিং এন্ড ড্রপিং বলতে কী বোঝায়?

কন্ট্রোল ইউনিটের কাজ কি?

মাইক্রোপ্রসেসর নিয়ন্ত্রণ অংশ বা কন্ট্রোল ইউনিটের এর কাজকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা–
  • প্রধান মেমোরি থেকে একের পর এক ইনস্ট্রাকশন আহরণ।
  • ALU-কে ইনস্ট্রাকশন অনুসারে যোগ, বিয়োগ ইত্যাদি কোনো প্রক্রিয়া স্ম্পাদনের আদেশ দান করা।
  • ALU-এর গণনার ফলাফল প্রধান মেমোরিতে পাঠানো।
  • ইনপুট ও সহায়ক মেমোরির প্রোগ্রাম প্রধান মেমোরিতে আনা।
  • প্রধান মেমোরিতে রাখা গণনার ফলাফল আউটপুটে পাঠানো।

ড্রাগিং এন্ড ড্রপিং বলতে কী বোঝায়?

কোনো ছবি, আইকন এবং উইন্ডোকে সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরে টেনে আনাকে ড্রাগিং বা ড্রাগ করা বলা হয়। ড্রাগ করার জন্য যে বিষয়টি ড্রাগ করা দরকার সেটির উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরে যেখানে নেওয়া প্রয়োজন সেখানে টেনে এনে মাউসের বাটন ছেড়ে দিতে হবে। এভাবে ড্রাগ করে ছেড়ে দেওয়াকে ড্রপিং বা ড্রপ করা বলা হয়।

আশা করি কন্ট্রোল ইউনিটের কাজ কি? ড্রাগিং এন্ড ড্রপিং বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন