এক্স রশ্মি কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “এক্স রশ্মি কাকে বলে? এক্স-রশ্মির ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
এক্স রশ্মি কাকে বলে?
দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ভারী ধাতুকে আঘাত করলে, ইলেকট্রনের গতিশক্তি রূপান্তরিত হয়ে এক প্রকার তাড়িতচৌম্বক বিকিরণ উৎপন্ন করে। এই বিকিরণকে এক্স রশ্মি বলে।
এক্স রশ্মির এককের নাম রন্টজেন (Roentgen)।
এক্স-রশ্মির ব্যবহার
চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা কাজে, শিল্প কারখানায় নিরাপত্তার কাজে, চোরা চালান নিরোধে এক্ষ-রে ব্যবহৃত হয়। এছাড়া দেহের ক্ষতিকর সেল, টিউমার ধ্বংস করতে ও হাড়ভাঙা ও দেহের অভ্যন্তরে কোনো অঙ্গ-প্রত্যঙ্গের ছবি তুলতে এক্সরে ব্যবহৃত হয়। ধাতব পাতে কোনো ফাটল আছে কিনা তা নির্ধারণেও এক্স-রশ্মি ব্যবহৃত হয়।
আশা করি “এক্স রশ্মি কাকে বলে? এক্স-রশ্মির ব্যবহার”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"