শিল্প মূলধন বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “শিল্প মূলধন বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
শিল্প মূলধন বলতে কী বোঝায়?
কোন কারখানা স্থাপন এবং পরিচালনার জন্য যে মূলধন (কলকারখানার যন্ত্রপাতি, কাঁচামাল, জ্বালানি ইত্যাদি) প্রয়োজন হয় তাকে শিল্প মূলধন বলে। কোন দেশের দ্রুত শিল্পায়নের জন্য শিল্প মূলধন অত্যন্ত প্রয়োজন। কারণ শিল্প মূলধন ছাড়া দ্রুত শিল্পায়ন সম্ভব নয়। শিল্প মূলধনকে দু-ভাগে ভাগ করা যায়। যথা:
(১) দীর্ঘমেয়াদী বা স্থায়ী মূলধন এবং
(২) স্বল্পমেয়াদী বা চলতি মূলধন।
শিল্প প্রতিষ্ঠানের গৃহ নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় প্রকৃতি কাজের জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকে দীর্ঘমেয়াদী বা স্থায়ী মূলধন বলা হয়। অপরদিকে প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান করার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে স্বল্পমেয়াদী মূলধন বলা হয়। দেশের দ্রুত শিল্পায়নের জন্য উভয় প্রকার মূলধনই একান্ত আবশ্যকীয়। অতএব কোন দেশের শিল্পায়ন মূলত শিল্প মূলধনের যোগানের ওপরই নির্ভরশীল।
আশা করি “শিল্প মূলধন বলতে কী বোঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"