কুটির শিল্প কাকে বলে? বাংলাদেশের প্রধান প্রধান বৃহৎ শিল্পগুলোর নাম লেখো: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “কুটির শিল্প কাকে বলে? বাংলাদেশের প্রধান প্রধান বৃহৎ শিল্পগুলোর নাম লেখো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কুটির শিল্প কাকে বলে?
কুটির বা গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন এবং সহজলভ্য কাঁচামাল ও ছোটখাটো সাধারণ যন্ত্রপাতির সাহায্যে যে শিল্প পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে।
বাংলাদেশের প্রধান প্রধান বৃহৎ শিল্পগুলোর নাম লেখো
বাংলাদেশের প্রধান প্রধান বৃহৎ শিল্পগুলো হলো— পাট শিল্প, বস্ত্র শিল্প, সার শিল্প, চিনি শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, লৌহ ও ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প প্রভৃতি।
এসব শিল্পের মধ্যে পাট শিল্প সবচেয়ে বড়, যার মধ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৭৮টি পাটকল রয়েছে। বস্ত্র, সার, চিনি, সিমেন্ট, কাগজ, ইস্পাত ও লৌহ এবং জাহাজ নির্মাণ শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।