কুলি-মজুর কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “কুলি-মজুর কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কুলি-মজুর কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ ছেয়ে গেল?
ক. মোটরে খ. জাহাজে
গ. কলে ঘ. রেলগাড়িতে
সঠিক উত্তর : গ
২. মোটরগাড়ি কোথায় চলে?
ক. আকাশপথে খ. নদীপথে
গ. রাজপথে ঘ. গলিপথে
সঠিক উত্তর : গ
৩. বাষ্প শকট মানে কী?
ক. ট্রাক খ. উড়োজাহাজ
গ. রেলগাড়ি ঘ. জাহাজ
সঠিক উত্তর : গ
৪. প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনিতে কার কথা বর্ণনা আছে?
ক. বাবু সাহেব খ. দধীচি
গ. কুলি-মজুর ঘ. শাসকের
সঠিক উত্তর : খ
৫. ‘দধীচি’ কে ছিলেন?
ক. শ্রমিক খ. ত্যাগী মুনি
গ. ধনী ব্যক্তি ঘ. দেবতা
সঠিক উত্তর : খ
৬. শ্রমজীবীদের শোষণ করে কারা ধনসম্পদের মালিক হয়েছেন?
ক. আইনজীবীরা খ. জমিদাররা
গ. মধ্যবিত্ত ঘ. ধনিক শ্রেণি
সঠিক উত্তর : ঘ
৭. সমাজের কোন শ্রেণির মানুষেরা বঞ্চিত?
ক. মধ্যবিত্তরা খ. কুলি-মজুর
গ. জমিদার ঘ. ধনিক শ্রেণি
সঠিক উত্তর : খ
৮. শ্রমজীবী মানুষেরা কী গড়ে তুলেছে?
ক. শ্রমিক সংগঠন খ. মানবসভ্যতা
গ. নতুন নতুন সমাজ ঘ. বড় বড় দালান
সঠিক উত্তর : খ
৯. কাদের শ্রমঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে?
ক. শ্রমজীবীদের খ. কৃষিজীবীদের
গ. বাঙালিদের ঘ. মুক্তিযোদ্ধাদের
সঠিক উত্তর : ক
১০. কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়েছে কেন?
ক. সত্য ও ন্যায়ের বিরোধিতা করার জন্য
খ. ভাষা আন্দোলন করার জন্য
গ. স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়ার জন্য
ঘ. অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরোধিতা করার জন্য
সঠিক উত্তর : ঘ
১১. ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা’—‘দেনা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ধনিক শ্রেণির কাছে শ্রমজীবীদের পাওনা
খ. শ্রমজীবীদের বঞ্চনা ও শোষণের মাত্রা
গ. শ্রমজীবীদের বঞ্চনার বিপরীতে অর্জিত সম্পদ
ঘ. দরিদ্র মানুষদের অপরিশোধিত ঋণের পরিমাণ
সঠিক উত্তর : ক
১২. ‘দেশ ছেয়ে গেল কলে’—চরণটি দিয়ে কী বোঝায়?
ক. দেশে কারখানা গড়ে উঠেছে
খ. আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে
গ. দেশের মানুষ শিক্ষিত হয়েছে
ঘ. দেশ উন্নত হয়েছে
সঠিক উত্তর : খ
১৩. ‘তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি’—এ চরণটিতে ‘পবিত্র অঙ্গ’ বলতে কী বোঝায়?
ক. পরিষ্কার হাত
খ. পরিপাটি জুতা
গ. পরিষ্কার কাপড়
ঘ. পরিষ্কার-পরিচ্ছন্ন শরীর
সঠিক উত্তর : ঘ
১৪. ‘তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান’—এখানে ‘তাদেরি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কৃষিজীবী খ. বাবু সাবদের
গ. ধনিক শ্রেণি ঘ. শ্রমজীবী
সঠিক উত্তর : ঘ
১৫. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৩০৬ খ. ১৩০৭
গ. ১৩০৮ ঘ. ১৩০৯
সঠিক উত্তর : ক
১৬. ‘এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল’—এখানে দুর্বল কারা?
ক. বাবু সাহেব খ. ছাত্র-ছাত্রী
গ. আইনজীবী ঘ. শ্রমজীবী
সঠিক উত্তর : ঘ
১৭. শ্রমজীবী মানুষের অবদান বেড়েছে কেন?
ক. বিজ্ঞানের অপব্যবহারের ফলে
খ. বিজ্ঞানের জয়যাত্রার ফলে
গ. মোগল সভ্যতার অগ্রসরের ফলে
ঘ. আধুনিক সভ্যতার অগ্রসরের ফলে
সঠিক উত্তর : ঘ
১৮. ‘গাইতি’ বলতে কী বোঝায়?
ক. খোন্তা খ. দুমুখো কুড়াল
গ. কুড়াল ঘ. শাবল
সঠিক উত্তর : খ
১৯. যুগ যুগ ধরে সমাজে কুলি-মজুরেরা বঞ্চিত কেন?
ক. ভালো বাড়ি নেই বলে
খ. ভালো পোশাক নেই বলে
গ. তাদের কাজের প্রকৃত মূল্য দেওয়া হয় না বলে
ঘ. মানসম্মান নেই বলে
সঠিক উত্তর : গ
২০. মানবসভ্যতা মূলত
ক. যুদ্ধের ফলাফল
খ. কম্পিউটারের অবদান
গ. বিজ্ঞানের অবদান
ঘ. শ্রমজীবী মানুষের শ্রমের ফল
সঠিক উত্তর : ঘ
আশা করি “কুলি-মজুর কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ