ফর্মুলা ও ফাংশন কী? বর্তমান স্প্রেডশিটে ব্যবহৃত জনপ্রিয় হয়ে উঠেছে কেন?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ফর্মুলা ও ফাংশন কী? বর্তমান স্প্রেডশিটে ব্যবহৃত জনপ্রিয় হয়ে উঠেছে কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ফর্মুলা ও ফাংশন কী?
ওয়ার্কশিটে বিভিন্ন সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি গাণিতিক হিসাব-নিকাশের পদ্ধতিকে ফর্মুলা বলে। এটি ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে নির্ভুলভাবে হিসাব-নিকাশ করা যায়।
আর ফর্মুলার সংক্ষিপ্ত রূপ বা শব্দ সংক্ষেপক ফাংশন বলে।
বর্তমান স্প্রেডশিটে ব্যবহৃত জনপ্রিয় হয়ে উঠেছে কেন?
স্প্রেডশিট প্রোগ্রাম মূলত হিসাব-নিকাশ কাজের জন্য ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে খুব সহজে এবং নির্ভুলভাবে সুক্ষ্ম ও জটিল হিসাব-নিকাশের কাজ করা যায়। এর মাধ্যমে বাজার প্রবণতার বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাবাণী করা যায়।
বিশেষ করে দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ, কোনো বড় প্রতিষ্ঠার বার্ষিক প্রতিবেন প্রণয়ন, অর্থনৈতিক বাজেট প্রণয়ন, ব্যাংক ব্যবস্থাপনায় যাবতীয় কাজ। শিল্প কলকারখানার উৎপাদন ব্যবস্থাপনার কাজ।
আয়কর ও অন্যান্য হিসাব-নিকাশ তৈরি করা। কোম্পানির কর্মচারিদের বেতন/ভাতা তৈরি। পরিসংখ্যানের কাজে। স্প্রেডশিট ব্যবহার করে করা যায়। তাই কাজের সুবিধার কারণে এর ব্যবহার জনপ্রিয় হয়ে ঊঠেছে।
আশা করি “ফর্মুলা ও ফাংশন কী? বর্তমান স্প্রেডশিটে ব্যবহৃত জনপ্রিয় হয়ে উঠেছে কেন?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"