মাল্টিমিডিয়া এলসিডি প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টর : আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “মাল্টিমিডিয়া এলসিডি প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টর ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মাল্টিমিডিয়া এলসিডি প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টর
উপস্থাপনায় ব্যবহৃত সবচেয়ে আধুনিক যন্ত্র হচ্ছে মাল্টিমিডিয়া এলসিডি প্রজেক্টর, যার বিশাল ক্রিনে যে কোনাে বিষয়কে ভিডিও অডিও বা স্লাইড আকারে তুলে ধরা যায়। এটি শ্রোতার ভিজুয়াল এটেনশনকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং যে কোনাে উপস্থাপনায় উপস্থাপকের দায়িত্ব সহজ করে।
এই ধরনের প্রজেক্টর ছাড়া আধুনিক কোনাে পণ্য, ব্যবসার প্রমােশনাল উপস্থাপনা কিংবা বৈজ্ঞানিক সেমিনার কোন কিছুই কল্পনাই করা যায় না।
এলসিডি প্রজেক্টরে স্লাইড এবং ভিডিও, গ্রাফিক্স, এনিমেশন প্রভৃতি প্রদর্শনের সুযােগ থাকায় উপস্থাপক এক্ষেত্রে অনেকটাই যন্ত্রনির্ভর হয়ে নিজেকে কেবল পরিচালকের ভূমিকায় আসীন রেখে যে কোনাে উপস্থাপনাকে প্রাণবন্ত করে তুলতে পারে।
এমনকি ইদানিং শ্রেণিকক্ষগুলােতে পাঠ উপস্থাপনায়ও এই আধুনিক যন্ত্রের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়ে থাকে।
ওভারহেড প্রজেক্টর
ওভারহেড প্রজেক্টর হচ্ছে এক ধরনের যন্ত্র, যার দ্বারা নির্দিষ্ট স্ক্রিনে স্থির চিত্রকে স্লাইড আকারে উপস্থাপন করা যায়।
গত শতাব্দীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনীতে যুদ্ধের বিভিন্ন কৌশল বা পরিস্থিতিকে সেনাদের কাছে উপস্থাপনের জন্য এটি প্রথম ব্যবহৃত হতে শুরু করে।
তারপর থেকে অন্যান্য সভা, কাউন্সিল, বিজনেস মিটিং প্রভৃতিতেও এর ব্যবহার শুরু হয়।
আশা করি “মাল্টিমিডিয়া এলসিডি প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টর ”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ