বিড়াল প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর- বিস্তারিত

বিড়াল প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বিড়াল প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বিড়াল প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর-

বিড়াল প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
ক) দুর্গেশনন্দিনী
খ) পদ্মানদীর মাঝি
গ) আলালের ঘরে দুলাল
ঘ) চোখের বালি
সঠিক উত্তর : ক


২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কোনটি?
ক) সাহিত্যসম্রাট  খ) ভারতরত্ন
গ) কবিকঙ্কন  ঘ) সাহিত্যরত্ন
সঠিক উত্তর : ক

৩. কমলাকান্ত ওয়াটারলুর যুদ্ধ নিয়ে ভাবছিলেন কেন?

ক) স্মৃতি মনে পড়ছি বলে
খ) যুদ্ধবিরতি চলছিল বলে
গ) নেশার ঘোরে ছিলেন বলে
ঘ) তখন যুদ্ধ চলছিল বলে
সঠিক উত্তর : গ


৪. হুঁকা হাতে কমলাকান্ত কাকে ডিউক ভাবছিল?
ক) মার্জার
খ) ওয়েলিংটনকে
গ) নিজেকে
ঘ) নেপোলিয়নকে
সঠিক উত্তর : ক



৫. মার্জারের ‘মেও’ বলার মধ্যে কী লুকায়িত ছিল?
ক) ব্যঙ্গ  খ) কৌতুক
গ) অবজ্ঞা  ঘ) গুরুত্বভাব
সঠিক উত্তর : ক


৬. কমলাকান্ত লাঠি হাতে বিড়ালকে মারতে গেলে বিড়াল তাকে দেখে হাই তুলল। বিড়ালের এই আচরণে কী প্রকাশ পেয়েছে?
ক) ঔদ্ধত্য  খ) অবজ্ঞা
গ) ক্লান্তি  ঘ) নির্বিকারত্ব
সঠিক উত্তর : ঘ

আশা করি বিড়াল প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন