গড় দ্রুতি কাকে বলে? | সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি- বিস্তারিত

গড় দ্রুতি কাকে বলে? সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “গড় দ্রুতি কাকে বলে? সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

গড় দ্রুতি কাকে বলে? | সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি

গড় দ্রুতি কাকে বলে? 

কোন বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে অর্থাৎ অসম দ্রুতিতে চলমান কোন বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, একে গড় দ্রুতি বলে।

সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি?

সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে। কারণ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সমদ্রুতিতে বক্র পথে চলমান বস্তুর গতির দিকের পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন ঘটে। এ কারণে সমদ্রুতিতে বক্র পথে চলমান বস্তুর ত্বরণ থাকে। যেমন— সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কণার কেন্দ্রমুখী ত্বরণ থাকে।

আশা করি গড় দ্রুতি কাকে বলে? সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কিএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন