বার্জেলিয়াসের প্রকল্পটিকে কিভাবে সংশোধন করা যায়- রসায়ন [২০২৩]

বার্জেলিয়াসের প্রকল্পটিকে কিভাবে সংশোধন করা যায়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা বার্জেলিয়াসের প্রকল্পটিকে কিভাবে সংশোধন করা যায় বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

বার্জেলিয়াসের প্রকল্পটিকে কিভাবে সংশোধন করা যায়

বার্জেলিয়াসের প্রকল্পটিকে কিভাবে সংশোধন করা যায়

বার্জেলিয়াসের প্রকল্পের সমস্যা দূর করার জন্য 1811 খ্রিস্টাব্দে অ্যাভোগেড্রো সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা হিসাবে অনুর ধারণা প্রদান করে।

বার্জেলিয়াসের প্রকল্প অনুসারে দুটি গ্যাসের সংযোগ করলে দেখা যায়, উৎপাদিত পদার্থে পরমাণু ভগ্নাংশের মাধ্যমে ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত হয়।

যেমনঃ হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ায় উৎপাদিত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হওয়ার ক্ষেত্রে, বার্জেলিয়াসের প্রকল্প মতে 1/2  পরমাণু হাইড্রোজেন এবং 1/2 পরমাণু ক্লোরিন বিক্রিয়া করে 1 পরমাণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। 

যা সম্পূর্ণরূপে ডাল্টনের পরমাণুবাদের পরিপন্থী। 

 H₂ + Cl₂ -----> 2HCl

কিন্তু অ্যাভোগেড্রো ডাল্টনের পরমাণুবাদ, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র এবং বার্জেলিয়াসের প্রকল্পের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হিসেবে অণুর ধারণা প্রদান করে। 

যা দ্বারা বার্জেলিয়াস ত্রুটি দূর করা 

সম্ভব। 

সুতরাং বলা যায়, অ্যাভোগেড্রোর সূত্র দ্বারা বার্জেলিয়াসের প্রকল্পের ত্রুটি দূর করা সম্ভব।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বার্জেলিয়াসের প্রকল্পটিকে কিভাবে সংশোধন করা যায় বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন