বাস টপোলজি কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বাস টপোলজি কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বাস টপোলজি কাকে বলে?
একটি মূল তারের সাথে যখন সবকয়টি কম্পিউটার যুক্ত করে কোন নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজির মূল তারটি ব্যাকবোন হিসেবে কাজ করে। ছোট আকারের নেটওয়ার্কের ক্ষেত্রে এই টপোলজি ব্যবহার করায় ব্যয় সাশ্রয় হয়।
কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝায়?
একাধিক কম্পিউটারকে পরস্পর সংযুক্ত করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। অর্থাৎ, দুইটি কিংবা দুইটার বেশি কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত দেওয়া-নেওয়া করতে পারে তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। সত্যিকারের নেটওয়ার্কে আসলে দু-তিনটি কম্পিউটার থাকে না। সাধারণত অনেক কম্পিউটার থাকে।
কম্পিউটারের নেটওয়ার্কে যখন তথ্য দেওয়া নেওয়া হয়, তখন একটা অনেক বড় কাজ হয়। একজন ব্যবহারকারী তখন নেটওয়ার্কের অনেক কিছু ব্যবহার করতে পারে। যে রিসোর্স তার কাছে নেই, সেটিও সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে।
আশা করি “বাস টপোলজি কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ