ফিটকিরি কি? | আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?- বিস্তারিত

ফিটকিরি কি? আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ফিটকিরি কি? আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ফিটকিরি কি? আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?

ফিটকিরি কি? আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?

ফিটকিরি একটি রাসায়নিক যৌগ। এটি একটি কেলাসাকার যৌগ। এর রাসায়নিক সংকেত K₂SO₄.Al₂(SO₄)₃.24H₂O। এটি পানি বিশুদ্ধ করতে ব্যবহার করা হয়।

আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?

আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য নিম্নরুপঃ
  • ধাতু ও অধাতুর মধ্যে আয়নিক যৌগ গঠিত হয়। অপরদিকে, অধাতু-অধাতু সমযোজী যৌগ গঠন করে।
  • আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটে। কিন্তু, সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার ঘটে।
  • আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। অপরদিকে, সমযোজী যৌগের গলনাংক ও স্ফুটনাংক কম হয়। 
  • আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয়। অপরদিকে, সমযোজী যৌগসমূহ পানিতে অদ্রবণীয়।
  • আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু, সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে না।
  • আয়নিক যৌগসমূহ কেলাস গঠন করতে পারে। কিন্তু, সমযোজী যৌগসমূহ সাধারণত তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে।

আশা করি ফিটকিরি কি? আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন