পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম- রসায়ন [২০২৩]

পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম

পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম

প্রত্যেক মৌলের একটি বৈশিষ্ট্য মূলক সংখ্যা আছে যা ঐ মৌলের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সমান। এ সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। 

কোন মৌলের রাসায়নিক ধর্ম ও মৌলের যোজনী পারমাণবিক সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয়। 

একটি পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনসমূহ    রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তখন পরমাণুতে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে, কিন্তু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না।   

মৌলের প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান। প্রোটন সংখ্যা বা  পারমাণবিক সংখ্যাই মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষা করে। এটি মৌলের মৌলিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। 

সুতরাং বলা যায়, পারমাণবিক সংখ্যা একটি মৌলের মৌলিক ধর্ম। 

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন