চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কেন?- বিস্তারিত

চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কেন?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কেন?

চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কেন?

আধুনিক কম্পিউটারের মৌলিক রূপরেখা তৈরি করেন ব্রিটিশ গণিতবিদ ”চার্লস ব্যাবেজ (Charles Babbage)”। তিনি ১৮২২ সালে গাণিতিক হিসাব-নিকাশের সহযোগিতার কাজে “ডিফারেন্স ইঞ্জিন” আবিষ্কার করেন। 


পরে ১৮৩৩ সালে তিনি “অ্যানালিটিক্যাল” নামক একটি হিসাব যন্ত্র তৈরির উদ্যোগ নেন, যেখানে আধুনিক কম্পিউটারের মতো Memory Section (স্মৃতি অংশ) Control Section (নিয়ন্ত্রণ অংশ) , Arithmetic-Logic Unit (গাণিতিক যুক্তি অংশ), এবং Input Output এর ব্যবস্থা রাখেন।


বিভিন্ন কারণে তার এ উদ্যোগ বাস্তব রূপদানে সমর্থ না হলে তার এ পরিকল্পনার উপর ভিত্তি করেই আজকের কম্পিউটার তৈরি হয়েছে। এ কারণেই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।


এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। আধুনিক কম্পিউটারের জনক কে?

ক) স্টিভ জবস

খ) চার্লস ব্যাবেজ

গ) বিল গেটস

ঘ) অ্যাডা লাভলেস

সঠিক উত্তর : খ

২। চার্লস ব্যাবেজ কী ছিলেন?

ক) রসায়নবিদ 

খ) পদার্থবিদ 

গ) গণিতবিদ 

ঘ) পরমাণুর জনক

সঠিক উত্তর : গ


৩। ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন কে তৈরি করে?

ক) চার্লস ব্যাবেজ

খ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 

গ) স্টিভ জবস

ঘ) মার্ক জুকারবার্গ

সঠিক উত্তর : ক


৪। চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করেন?

ক) রোবট

খ) এনালিটিক্যাল ইঞ্জিন

গ) প্রিন্টার

ঘ) ওএমআর

সঠিক উত্তর :  খ


৫। চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৭৯০

খ) ১৭৯১

গ) ১৭৯২

ঘ) ১৭৯৩

সঠিক উত্তর : খ


৬। বিজ্ঞানী চার্লস ব্যাবেজ কত সালে মৃত্যুবরণ করেন?

ক) ১৮৭১ সালে 

খ) ১৮৮১ সালে 

গ) ১৮৯১ সালে 

ঘ) ১৯১১ সালে 

সঠিক উত্তর : ক


আশা করি চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কেন?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন