সালাতের আহকাম কাকে বলে? সালাত হলো জান্নাতের চাবি— কথাটি ব্যাখ্যা করো- বিস্তারিত

সালাতের আহকাম কাকে বলে? সালাত হলো জান্নাতের চাবি— কথাটি ব্যাখ্যা করো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সালাতের আহকাম কাকে বলে? সালাত হলো জান্নাতের চাবি— কথাটি ব্যাখ্যা করো বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সালাতের আহকাম কাকে বলে? সালাত হলো জান্নাতের চাবি— কথাটি ব্যাখ্যা করো

সালাতের আহকাম কাকে বলে?

সালাত শুরুর আগে সাতটি ফরজ কাজ করতে হয়। এগুলোকে সালাতের আহকাম বলে। আহকাম ঠিকমতো পালন না করলে সালাত আদায় হয় না। এগুলো হলো– ১. শরীর পাক হওয়া; ২. কাপড় পাক হওয়া; ৩. সালাতের জায়গা পাক হওয়া; ৪. সতর ঢাকা; ৫. কিবলামুখী হওয়া; ৬. নিয়ত করা; ৭. সময়মতো সালাত আদায় করা।

সালাত হলো জান্নাতের চাবি— কথাটি ব্যাখ্যা

আলোচ্য উক্তিটিতে সালাতের গুরুত্ব প্রকাশ পেয়েছ।

সালাত হলো ইসলামের দ্বিতীয় রুকন। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি আদায় ছাড়া কেউ মুমিন ও মুসলিম হতে পারে না। আর মুমিন, মুসলিম না হলে কেউ জান্নাত লাভ করতে পারবে না। পাঁচ ওয়াক্ত নামায সুন্দরভাবে ও সঠিকভাবে আদায় করলে আল্লাহ যেমন সন্তুষ্ট হন, তেমনি অন্যান্য পাপ থেকেও বিরত থাকা সম্ভব হয়। ফলে জান্নাত প্রাপ্তির পথ সুগম হয়। এ কারণে সালাতকে জান্নাতের চাবি বলা হয়েছে।


আশা করি সালাতের আহকাম কাকে বলে? সালাত হলো জান্নাতের চাবি— কথাটি ব্যাখ্যা করোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন