ডেটাবেজ সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর- বিস্তারিত

ডেটাবেজ সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ডেটাবেজ সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ডেটাবেজ সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ডেটাবেজ সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ডেটাবেজ কী?
পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।

ডেটাবেজের কাজগুলো কী কী?
ডেটাবেজের কাজগুলো হলো- কুয়েরি করা, ডেটার সন্নিবেশ আপডেট এবং ডিলিট করা, ডেটাবেজে প্রয়োজনীয় অবজেক্ট তৈরি, সংশোধন করা এবং অপ্রয়োজনীয় অংশ সংশোধন করা ইত্যাদি।

ডেটাবেজ রিলেশন কাকে বলে?
ডেটাবেজের বিভিন্ন এনটিটির মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে ডেটাবেজ রিলেশন বলে।

ডেটা টাইপ কত প্রকার ও কি কি?

ডেটা টাইপ তিন প্রকার। যথা-
১. বিল্ট ইন ডেটা টাইপ
২. ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ এবং
৩. ডিরাইভড ডেটা টাইপ।

কুয়েরি কী?
ডেটাবেজে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় সংখ্যক ডেটাকে দ্রুত বা খুব সহজে খুঁজে বের করা, প্রদর্শন করা বা ছাপানোর পদ্ধতি হচ্ছে কুয়েরি।

ক্যান্ডিডেট কী (Key) কাকে বলে?
যে ফিল্ডগুলোর সাহায্যে একটি ডেটাবেজ টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায় তাকে ক্যান্ডিডেট কী (Key) বলে। একটি টেবিলে একাধিক ক্যান্ডিডেট কী থাকতে পারে।

ডেটা কী?
পাশাপাশি অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।

অবজেক্ট কি?
ডেটাবেজ প্রোগ্রামে কাজ করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয় সে সকল উপকরণকে অবজেক্ট বলা হয়। যেমন– টেবিল, রেকর্ড, রিপোর্ট ইত্যাদি।

এনটিটি কী?
কোনো নির্দিষ্ট ডেটা ফাইলের ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টিকে বলা হয় এনটিটি।

কি বলতে কি বুঝায়? এটা কত প্রকার ও কি কি?
যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের উপর ফিল্ডের তথ্যাবলি শনাক্ত করা হয় তাকে কি (Key) বা কি ফিল্ড বলা হয়। কি তিন প্রকার যথা : প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি।

প্রাইমারি কি কাকে বলে?
যে ফিল্ড দিয়ে একটি রিলেশন অথবা টেবিল এর প্রতিটি এনটিটি (অথবা রেকর্ড) কে আলাদাভাবে চিহ্নিত করা যায় সেই ফিল্ডকে প্রাইমারি কি (Primary key) বলে।

ডেটা এনক্রিপ্ট করার বিভিন্ন ধরনের নিয়ম/পদ্ধতি প্রচলিত তা লেখ।
ডেটা এনক্রিপ্ট করার বিভিন্ন ধরনের নিয়ম/পদ্ধতি প্রচলিত আছে। যেমন: i) সিজার কোড। ii) ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (DES) iii) ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগরিদম (IDEA)।

Parameter Query কী?
ডায়লগ বক্সের মধ্যে বিভিন্ন প্যারামিটার নির্ধারণ করে যে কুয়েরি পরিচালনা করা হয় তাকে Parameter Query বলে।

ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন কী?
ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা DBA হচ্ছে ডেটাবেজের সর্বোচ্চ ব্যবহারকারী, যারা কেন্দ্রীয়ভাবে ডেটাবেজ নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।

আশা করি ডেটাবেজ সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন