বায়োডিজেল কাকে বলে? | জ্যামিতিক সমাণুসমূহ কি কি ধর্ম প্রদর্শন করে?- বিস্তারিত

বায়োডিজেল কাকে বলে? জ্যামিতিক সমাণুসমূহ কি কি ধর্ম প্রদর্শন করে?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বায়োডিজেল কাকে বলে? জ্যামিতিক সমাণুসমূহ কি কি ধর্ম প্রদর্শন করে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বায়োডিজেল কাকে বলে? জ্যামিতিক সমাণুসমূহ কি কি ধর্ম প্রদর্শন করে?

বায়োডিজেল কাকে বলে? 

ইথানল বা ইথাইল অ্যালকোহলকে বায়োডিজেল বা বায়োফুয়েল বলে। কারণ শর্করা জাতীয় খাবার থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে ইথানল প্রস্তুত করা হয়।

পৃথিবীর অনেক দেশে পেট্রোলিয়ামের ওপর নির্ভরতা কমাবার জন্য এর সাথে ইথানল মিশিয়ে গাড়ি চালানাে হচ্ছে। যেমন- ব্রাজিলে পেট্রোলিয়ামের সাথে 25% ইথানল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জ্যামিতিক সমাণুসমূহ কি কি ধর্ম প্রদর্শন করে?

জ্যামিতিক সমাণু দুটি একটি হলো সিস্ সমাণু এবং অন্যটি ট্রান্স সমাণু। এ সমাণু দুটি কিছু সাধারণ ধর্ম প্রদর্শন করে। ধর্মসমূহ হলাে-

ট্রান্স-সমাণুর চেয়ে সিস্-সমাণুর গলনাঙ্ক কম।
সিস-সমাণুর সুস্থিতি কম (অভ্যন্তরীণ শক্তি বেশি), সেজন্য সিস্ সমাণুর দহন তাপ বেশি।
ট্রান্স-সমাণুর চেয়ে সিস্ সমাণুর দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক বেশি হয়।

আশা করি বায়োডিজেল কাকে বলে? জ্যামিতিক সমাণুসমূহ কি কি ধর্ম প্রদর্শন করে?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন