তাকরিরি হাদিস কী? কিয়াসের গুরুত্ব ব্যাখ্যা করো: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “তাকরিরি হাদিস কী? কিয়াসের গুরুত্ব ব্যাখ্যা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
তাকরিরি হাদিস কী?
সাহাবিগণ মহানবি (স)-এর সম্মুখে শরিয়ত সম্পর্কিত কোনো কথা বলেছেন বা কোনো কাজ করেছেন আর রাসুলুল্লাহ (স) তার প্রতিবাদ করেননি বা নীরব থেকে এর প্রতি মৌন সম্মতি জ্ঞাপন করেছেন এ ধরনের হাদিস হলো তাকরিরি হাদিস।
কিয়াসের গুরুত্ব ব্যাখ্যা করো
কিয়াস (অনুমান বা তুলনা করা) ইসলামি শরিয়তের চতুর্থ ও গুরুত্বপূর্ণ উৎস।
মানবসমাজ পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা-সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার সৃষ্টি হয়। এসব সমস্যার সরাসরি সমাধান কুরআন-হাদিসে না পাওয়া গেলে কিয়াসের আলোকেই এগুলোর সমাধান করতে হয়। আল-কুরআন ও হাদিসের মূলনীতির আলোকে উদ্ভূত সমস্যার ওপর কিয়াস করতে হবে। কিয়াসকে কুরআন ও হাদিসে শরিয়তের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ইসলামি শরিয়তের উৎস হিসেবে কিয়াস অপরিহার্য।