হাফ অ্যাডার কাকে বলে? | ন্যান্ড ও নর গেইটের সার্বজনীনতা বলতে কী বোঝায়?- বিস্তারিত

হাফ অ্যাডার কাকে বলে? ন্যান্ড ও নর গেইটের সার্বজনীনতা বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “হাফ অ্যাডার কাকে বলে? ন্যান্ড ও নর গেইটের সার্বজনীনতা বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

হাফ অ্যাডার কাকে বলে? | ন্যান্ড ও নর গেইটের সার্বজনীনতা বলতে কী বোঝায়?

হাফ অ্যাডার কাকে বলে?

যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে।

ন্যান্ড ও নর গেইটের সার্বজনীনতা বলতে কী বোঝায়?

কোন গেইটের সর্বজনীনতা বলতে বোঝানো হয় ঐ গেইট দিয়ে তিনটি মৌলিক গেইটের প্রত্যেকটি তৈরি করা সম্ভব। আর মৌলিক তিনটি গেইট দিয়ে যেহেতু সকল যৌগিক গেইট তৈরি করা হয় তাই সকল গেইটই ঐ গেইট দিয়ে তৈরি করা সম্ভব। অর্থাৎ ঐ গেইট দিয়ে সর্বজনীনভাবে সকল বুলিয়ান ফাংশনের কাজ করা সম্ভব। 

আর, এ্যান্ড এবং নট-এ তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে যেকোন যুক্তিবর্তনী (Logic Circuit) তৈরি করা সম্ভব। আবার, শুধু ন্যান্ড গেইট দিয়েও যেকোন বর্তনী তৈরি করা সম্ভব। কারণ, ন্যান্ড গেইট দিয়ে অর, এ্যান্ড, এবং নট গেইট বাস্তবায়ন সম্ভব। তেমনি নর গেইট দিয়েও যেকোন বর্তনী বাস্তবায়ন সম্ভব। এটি ন্যান্ড ও নর গেইটের সর্বজনীনতা নামে পরিচিতি।

আশা করি হাফ অ্যাডার কাকে বলে? ন্যান্ড ও নর গেইটের সার্বজনীনতা বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন