গতি কাকে বলে? সুষম ত্বরণ ব্যাখ্যা কর- বিস্তারিত

গতি কাকে বলে? সুষম ত্বরণ ব্যাখ্যা কর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা গতি কাকে বলে? সুষম ত্বরণ ব্যাখ্যা কর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

গতি কাকে বলে? সুষম ত্বরণ ব্যাখ্যা কর

যখন কোনো বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল এবং বস্তুর এ অবস্থাকে গতি বলে।

সুষম ত্বরণ ব্যাখ্যা কর।

যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার ধ্রুব হয় বা সর্বদা প্রতি সেকেন্ড বেগ বৃদ্ধির পরিমাণ একই থাকে তাহলে ঐ বস্তুর ত্বরণকে বলা হবে সুষম ত্বরণ। সুষম ত্বরণের একটি উদাহরণ হলো অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ। 

যদি একটি বস্তু মুক্তভাবে পড়তে থাকে তখন তার ত্বরণ হয় 9.8 ms-2 অর্থাৎ, বস্তুটি যখন ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms-1 হারে বাড়তে থাকে।


আশা করি গতি কাকে বলে? সুষম ত্বরণ ব্যাখ্যা করএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন