বনভূমি কাকে বলে? কালবৈশাখী ধারণাটি ব্যাখ্যা কর: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বনভূমি কাকে বলে? কালবৈশাখী ধারণাটি ব্যাখ্যা কর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বনভূমি কাকে বলে?
বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বনভূমি বলে। মূলত জলবায়ু ও মাটির ভিন্নতার কারণে এক এক অঞ্চলে এক এক ধরনের বনের সৃষ্টি হয়। উদ্ভিজ্জের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের বনভূমিকে ৩ ভাগে ভাগ করা হয়। যথাঃ
১। ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বৃক্ষের বনভূমি।
২। ক্রান্তীয় পাতামরা বৃক্ষের বনভূমি শালবন।
৩। স্রোতজ বনভূমি বা সুন্দরবন।
কালবৈশাখী ধারণাটি ব্যাখ্যা
কালবৈশাখী একটি ঝড়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটি অন্যতম।
গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ায় বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক হতে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এ ঝড়কে কালবৈশাখী ঝড় বলা হয়।
আশা করি “বনভূমি কাকে বলে? কালবৈশাখী ধারণাটি ব্যাখ্যা কর”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"